চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

হাজারীবাগে কিশোরকে কুপিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে ইয়াসিন নামে ১৬ বছর বয়সী এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রায়েরবাজার এলাকায় শনিবার রাতে ১৫-১৬ জন দুর্বৃত্তের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হয় কিশোর ইয়াসিন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Bkash July

নিহত ইয়াসিন চায়ের দোকানদার ছিল।

প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাবার সঙ্গে ফোনে কথা বলার সময় ইয়াসিন জানায় সে বাসায় ফিরছে। এর কিছুক্ষণের মধ্যেই এ হামলার ঘটনা ঘটে।

Reneta June

তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ISCREEN
BSH
Bellow Post-Green View