হাওর এলাকায় চোখের চিকিৎসা অনেকেই দেখেনি

নেত্রকোনার হাওরাঞ্চল মোহনগঞ্জের ডিঙ্গাপোতা একটি অবহেলিত হাওর জনপদের ৫ শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের গলগলি মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রথম চক্ষু শিবিরের আয়োজন করা হয়। গ্রামটির প্রয়াত সমাজ সেবক অনিল তালুকদার স্মৃতি পরিষদের উদ্যোগে ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের ১১ জনের একটি মেডিকেল টিম এই সেবা প্রদান করেন। ফলে হাওরের কৃষক ও নিন্ম আয়ের মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়ে আনন্দিত। মেডিকেল টিমের প্রধান মোকসেদুর রহমান জুয়েল বলেন, যাদের চোখের ছানির সমস্যা আছে, তদের ছানি অপারেশনের জন্য ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল নিজ খরচে রোগীদের অপারেশনের ব্যবস্থা করবে।
বিজ্ঞাপন