Site icon চ্যানেল আই অনলাইন

হাইকোর্টের নির্দেশ যথাসময়ে পালন করা হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ব্রাজিল থেকে আমদানি করা গম তিন দিনের মধ্যে পরীক্ষার জন্য হাইকোর্টের নির্দেশ যথাসময়ে পালন করা হবে।

বুধবার রাজধানীর সিডাপ মিলনায়তনে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও) আয়োজিত ‘জাতীয় খাদ্য নীতি বিষয়ে কর্মপরিকল্পনা ও বিনিয়োগ পরিবীক্ষণ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কোনো জবাব না দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১৩ লাখ মেট্রিক টন খাদ্যশস্য গুদামে মজুদ আছে। আফ্রিকাসহ বিভিন্ন দেশে চাল রপ্তানির বাজার খোঁজা হচ্ছে।

বুধবার সকালে হাইকোর্ট ব্রাজিল থেকে আনা গম মানুষের খাওয়ার উপযোগী কি না, তা ৭২ ঘণ্টার মধ্যে জানাতে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন।

ব্রাজিল থেকে প্রায় ৪০০ কোটি টাকার নিম্নমানের গম আমদানিতে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গতকাল হাইকোর্টে রিট আবেদন করেন এক আইনজীবী। রিট আবেদনে তিনি দুর্নীতি দমন কমিশনকে দিয়ে এ বিষয়ে তদন্তের নির্দেশনা চান।

Exit mobile version