চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

আঞ্চলিক ও মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

মঙ্গলবার সকাল থেকে সিলেটসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে অগ্রিম টিকিট বুকিং থাকায় হবিগঞ্জ-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

Bkash July

সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মটর মালিক গ্রুপের আহ্বায়ক মো. ফজলুর রহমান চৌধুরী ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী জানান, মঙ্গলবার থেকে আমাদের দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য জেলার সব সড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দেয়া হয়। সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ইজিবাইকসহ (টমটম) অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল বন্ধের দাবিতে গত ১৩ অক্টোবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেয়া হয়েছে।

Reneta June

কিন্তু তার সমাধান না হওয়ায় বাস চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়।

ISCREEN
BSH
Bellow Post-Green View