চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল বইমেলা

KSRM

সোমবার ভোরের বৃষ্টিতে বইমেলার ধুলো মরেছিল। তবে সন্ধ্যায় নামা বৃষ্টিতে যেন ভেসে গেল পুরো বইমেলা।

ধুলোহীন মাঠে বেশ ভালোই চলছিল মেলা। ক্রমেই ভিড় বাড়ছিল ক্রেতাদের। মেলার বাকি মাত্র দুইদিন। সবার হাত ভরা ছিল বই আর বইতে। রাত আটটায় বাধ সাধলো ফাল্গুনের বৃষ্টি।

Bkash July

প্রথমে টিপটিপ, তারপর টপটপ। ঝড়ো বাতাসের সাথে তুমুল বৃষ্টিতে পড়ে দিগ্বিদিক ছুটতে শুরু করলেন ক্রেতারা। স্টলকর্মীরা হন্তদন্ত হয়ে পলিথিন দিয়ে ঢাকলেন বই। যতটুকো পারা যায়।

Reneta June

বই ঢাকার ব্যস্ততার মাঝেই প্রথমা প্রকাশনীর স্টল ইনচার্জ চ্যানেল আই অনলাইনকে বললেন, বৃষ্টির উপর তো কারও হাত নেই।

“ভোরের বৃষ্টিতে প্রায় পাঁচশ বই ভিজে গেছে। পলিথিন দিয়েও রক্ষা পাইনি।”

খুলনা থেকে মেলায় এসেছিলেন তুহিন চৌধুরী। পছন্দের বই কিনে শেষ করতে পারেননি। তার আগেই যেন ভেসে গেল বইমেলা।

বিক্রেতাদের দাবি, মেলার সময় দুই একদিন বাড়লে ভালো হয়। একদিনের এই ঘাটতি পুষিয়ে উঠতে পারবে প্রকাশনীগুলো।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View