করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ বছর যারা হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বুকিং পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
বিবিসির জানিয়েছে, হজ বিষয়কমন্ত্রী মোহাম্মদ বান্তেন করোনাভাইরাসের কারণে হজযাত্রীদের স্বাস্থ্যগত সুরক্ষার বিষয় চিন্তা করে বলেছেন, এখনই কাগজপত্রের কাজ যেন শেষ না করা হয়।
তিনি জানান, এ বছরের জুলাই-অগাস্ট মাসে হজের জন্য ২০ লাখ মানুষ মক্কা এবং মদিনায় যাবার প্রস্তুতি নিচ্ছেন। শারীরিকভাবে সক্ষম মুসলিমদের জীবদ্দশায় অন্তত একবার হজ পালনে ধর্মীয় বিধান রয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণের শঙ্কায় ইতোমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওমরাহ স্থগিত করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছেন, দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৬৩ জন এবং এতে ১০ জন মারা গেছে।