চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ

নাটোরে দুই সন্তানের জননী আনোয়ারা বেগম শিল্পী নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মইনুল ইসলাম মনির বিরুদ্ধে। গতরাতে নাটোর সদর উপজেলার নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিল্পী একই এলাকার বাহার উদ্দিনের মেয়ে। 

পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে জানান নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Bkash July

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকায় চাকরি করতো মইনুল ইসলাম মনি। গত কয়েকদিন আগে মনি ঢাকা থেকে বাড়িতে আসে। এরপর থেকে স্ত্রী শিল্পীর সাথে মাঝে মাঝে ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকত। এরই এক পর্যায়ে গত রাতে ঝগড়ার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায় সে। এ সময় শিল্পীর শিশু সন্তানের আর্ত চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং মুমুর্ষ অবস্থায় শিল্পীকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক শিল্পীকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Labaid
BSH
Bellow Post-Green View