
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের স্বাধীনতায় যাদের আস্থা নেই, তারাই ছয় দফাকে অস্বীকার করে।
সোমবার ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদ বলেন: ৭ই জুন হচ্ছে স্বাধীনতা সংগ্রামের মাইলফলক। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে, এখন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নবতর পথযাত্রার মুক্তির লড়াই চালিয়ে যাচ্ছে।
যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতাকে অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে তাদের আস্থারও অভাব রয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন ছয় দফার লক্ষ্য ছিলো দুইটি, প্রথমটি হচ্ছে বাঙ্গালির স্বাধীনতা আর দ্বিতীয়টি হচ্ছে বাঙ্গালীর মুক্তি।
তিনি বলেন বিএনপির গণতন্ত্রে বিশ্বাস নাই বলেই তারা নির্বাচন বয়কট করেছে।
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ডক্টর আবদুর রাজ্জাক শাজাহান খান ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দীন নাসিমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।