প্রাপ্তবয়স্ক কোনো নারীর আলাদা বাড়িতে বসবাসের মাধ্যমে স্বাধীন জীবনযাপন শাস্তিযোগ্য অপরাধ নয় বলে রায় দিয়েছেন সৌদি আরবের একটি আদালত।
সোমবার রিয়াদের একটি আদালতের রায়ে বলা হয়, কোনো পৃথক বাড়িতে প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান মহিলার স্বাধীনভাবে জীবনযাপন করা শাস্তিযোগ্য অপরাধ নয়।
আইনজীবী আব্দুল রহমান আল লাহিম বলছেন, নিজ পরিবার ছেড়ে ও বাবার সম্মতি ছাড়া ওই নারী আলাদা বসবাস করায় বিচারের জন্য আদালতে মামলা দায়ের করেন তার অভিভাবক। কিন্তু আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।
সৌদি গেজেট বলছে, ওই যুবতীর অভিভাবক আদালতে অভিযোগ করেন যে, বাবার সম্মতি ব্যতিরেকে বাড়িতে অনুপস্থিত থাকছে মেয়ে এবং বারবার রিয়াদ ভ্রমণ করছে। যার জন্য মেয়ের বিচার চেয়ে মামলা দায়ের করেন তিনি।
কিন্তু আদালত তার রায়ে বলেছেন, আলাদা বাড়িতে থেকে স্বাধীন জীনযাপন ওই নারীর কোনো ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় না, যা শাস্তিযোগ্য নয়। তিনি একজন প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান নারী। তার নিজ ইচ্ছা অনুযায়ী যেকোনো জায়গায় থাকার অধিকার আছে।