
বলিউডের কিং খান এবার সোশ্যাল মিডিয়ায় ও রাজত্ব করবেন। টুইটারে শাহরুখ খান একটি নতুন মাইল ফলক সৃষ্টি করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শাহরুখের অনুরাগী ১৩ মিলিয়ন গিয়ে ঠেকেছে।
বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের পরে শাহরুখের অবস্থান। অমিতাভ বচ্চনের অনুরাগীর ১৪.৫ মিলিয়ন। খুব বেশি দূরে নেই টুইটারে শাহরুখের খ্যাতি আকাশ ছোবে।
নতুন এই মাইলফলক সৃষ্টি করার জন্য শাহরুখ তার ভক্তদের ধন্যবাদ জানিয়ে নিজের তোলা একটি সেলফি টুইটারে পোস্ট করেছেন।
৪৯ বছর বয়সী শাহরুখ বর্তমান সিনেমা ‘রাইস’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর আগে সর্বশেষ সিনেমা হ্যাপি নিউ ইয়ারে কাজ করেছেন শাহরুখ।
বিজ্ঞাপন