সোনাগাজী সমিতি ঢাকা’র নবনির্বাচিত কমিটির অভিষেক ও মিলনমেলা

অনুষ্ঠিত হলো সোনাগাজী সমিতি ঢাকা’র নবনির্বাচিত কমিটির অভিষেক ও মিলনমেলা।সকালে পূর্বাচলের কালব রিসোর্টে আয়োজন করা হয় এই মিলনমেলার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুর রশীদ চৌধুরী মাসুদ, সহ সভাপতি মেজবাহ উদ্দিন খান কিসলু ও ইব্রাহীম বাহার। আয়োজনে বৃত্তিদাতা, ফ্ল্যাট ক্রয়ে দাতা সদস্য ও আজীবন সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। একইসাথে উপকূলীয় এলাকায় জেলেদের জীবনযাত্রার মানোন্নয়ন সহ নানা কর্মসূচি গ্রহনের কথা জানান সমিতির নেতারা। সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয় দিনব্যাপী এই অনুষ্ঠান।
বিজ্ঞাপন