চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্যের পুরস্কার পেল ‘দ্য ফাদার’

৯৩ তম অস্কার আসরে সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন ক্রিস্টোফার হ্যাম্পটন ও ফ্লোরিয়ান জেলার। ‘দ্য ফাদার’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তারা।

পুরস্কার পেয়ে স্যাটেলাইটের মাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন ফ্লোরিয়ান জেলার।

Bkash July

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম, নোম্যাডল্যান্ড, ওয়ান নাইট ইন মায়ামি, দ্য হোয়াইট টাইগার।

প্রথমবারের মতো দুই ভেন্যুতে অস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইউনিয়ন স্টেশন এবং ডলবি থিয়েটারে নমুনা পরীক্ষাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে।

Reneta June

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে ২৫ এপ্রিল বিকাল ৫টায় (বাংলাদেশ সময় ২৬ এপ্রিল, সোমবার ভোর ৬টায়)। গত দুইবারের মতো এবারও অস্কারে কোনো সঞ্চালক ছিল না।

এবিসি নেটওয়ার্কের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি দেখানো হয়েছে।

ISCREEN
BSH
Bellow Post-Green View