আগামী সেপ্টেম্বর মাস থেকে শিশুদের স্কুলে ফেরানো হবে নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
রোববার এক মেইলে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, করোনাভাইরাসের মহামারি কয়েক মাস পর স্কুলে ফেরানো হবে জাতীয় অগ্রাধিকার।
স্কুল অ্যান্ড কলেজ লিডার্স (এএসসিএল) ইউনিয়নের অ্যাসোসিয়েশন প্রধান জেফ বার্টন বলেছেন, স্কুলগুলি “শুরু থেকেই” অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে, ভবিষ্যতের যে কোনও স্থানীয় লকডাউনের ক্ষেত্রে সর্বশেষে স্কুলগুলি বন্ধ হওয়া উচিত।
ডাউনিং স্ট্রিটের একটি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বরিস জনসন বিশ্বাস করেন যে স্কুলে না গিয়ে শিশুদের শিক্ষার সম্ভাবনা এবং মানসিক স্বাস্থ্যের যে ক্ষতি হচ্ছে ভাইরাস দ্বারা আক্রান্ত ঝুঁকির চেয়ে তা অনেক বেশি ক্ষতিকারক।
২০ মার্চ থেকে ইউকে জুড়ে স্কুলগুলি বন্ধ ঘোষণা করা হয়েছিল। ১ জুন থেকে তারা প্রথম বছরের শিক্ষার্থীদের অভ্যর্থনা এবং সীমিতভাবে পুনরায় খোলা শুরু করে।