সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেপ্টেম্বরে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী জানালেন, এ কারণে সেপ্টেম্বরে চীন সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। চলতি বছর প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন কিনা এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনের পাইলট প্রকল্প নিয়ে অনিশ্চয়তার কথাও জানান মন্ত্রী।