রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে ঈদের জামাত হয়েছে। আন্দোলনের মাধ্যমে রক্ষা করে সেই মাঠে নামাজ পড়তে পেরে খুশি এলাকাবাসী। মাঠটি সবার জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার সকাল থেকেই দলে দলে কলাবাগানের তেঁতুলতলা মাঠে আসতে থাকেন এলাকাবাসী। শামিয়ানা টানানো মাঠে শিশু যুবক বৃদ্ধ সববয়সীরা কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে বসে আদায় করেছেন পবিত্র ঈদ উল ফিতরের নামাজ।
এই মাঠে নামাজ পড়তে পেরে অন্য বছরের চেয়ে এবার একটু অন্যরকম অনুভূতি তাদের। ঈদ জামাতের আয়োজন করে উত্তর ধানমন্ডি জামে মসজিদ কমিটি।
তেঁতুলতলা মাঠে ঈদের নামাজ পড়তে এসেছিলো মাঠরক্ষা আন্দোলনের জন্য মায়ের সাথে আটক হওয়া ইসা আব্দুল্লাহ পিয়াংশু।
মাঠটি সবার জন্য উন্মুক্ত রাখতে স্থায়ী বরাদ্দ চান এলাকাবাসী। নির্বিঘ্নে শিশুরা খেলবে, ঈদ জামাতসহ হবে সামাজিক নানা আচার অনুষ্ঠান এমন প্রত্যাশা সবার।