অনেক কল্পকাহিনীর জন্ম দিয়ে শেষপর্যন্ত বার্সাতেই থেকে গেলেন লিওনেল মেসি। তার ক্লাব ছাড়তে চাওয়ার পেছনে অন্যতম কারণ ছিল প্রিয় বন্ধু লুইস সুয়ারেজকে বার্সা ছাড়তে বলে দেয়া। সুয়ারেজের স্পেন ছাড়া যখন মোটামুটি নিশ্চিত, তখনই পাল্টা খবর যে উরুগুয়ে স্ট্রাইকার জানিয়ে দিয়েছেন তাকে ঘিরে যত কথা শোনা যাচ্ছে সবই গুঞ্জন!
বার্সা ছেড়ে সুয়ারেজের জুভেন্টাসে যাওয়ার খবর মোটামুটি যখন নিশ্চিত বলে ধরে নিয়েছিল সবাই, জুভদের পাশাপাশি আয়াক্স এমনকি আমেরিকান সকার লিগের দল ইন্টার মিয়ামির নামও শোনা যাচ্ছিল, যেখানে যেতে পারেন তিনি।
তখন বুধবার খানিকটা রসিকতাই করলেন সুয়ারেজ। ইনস্টাগ্রামে নিজের পেজ থেকে খানিকটা কৌশলে সব খবরকে গুজব বলে উড়িয়ে দেয়ার চেষ্টা করেছেন তিনি। দলবদলকে নিয়ে লিখেছেন, ‘যখন সব ভুয়া খবর আসতে থাকে তখন আমি (এরপর দুটি ইমোজি ব্যবহার করেছেন উরুগুয়ে তারকা যার মানে হল, চালিয়ে যাও)!’
লিওনেল মেসি শীর্ষে, আর বার্সার তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন সুয়ারেজ। ২০১৪ সালে লিভারপুল থেকে ন্যু ক্যাম্পে আসার পর দলটির হয়ে ১৯৮ গোল করেছেন। বার্সার ছয় মৌসুমে জিতেছেন চারটি লা লিগা, চারটি কোপা ডেল রে ও একটি চ্যাম্পিয়ন্স লিগ।
বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে গত চ্যাম্পিয়ন্স লিগে বিধ্বস্ত হবার পর নতুন কোচ রোনাল্ড কোম্যানের বার্সায় জায়গা হারাচ্ছেন সুয়ারেজ, এমন খবর বেশ রকমভাবে শোনা যাচ্ছিল। এমনকি জুভেন্টাস থেকে বছরে ১০ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাবও নাকি তাকে দেয়া হয়েছে, জানিয়েছিল গোলডটকম।