সুশান্তের মৃত্যু শোক সইতে না পেরে সম্প্রতি এক স্কুল ছাত্রের পর এবার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ১৫ বছর বয়সী এক কিশোরী।
সুশান্তের মৃত্যুর পর থেকেই শোকস্তব্ধ হয়ে গিয়েছিল সেই কিশোরী। সেই সাথে হতাশায়ও তার দিন কাটছিল বলে জানা গিয়েছে। তাই তো ঠিক সুশান্তের মতই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে কিশোরীটি।
মৃত্যুর আগে কিশোরী একটি ডায়েরিতে অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে বেশ কিছু কথা লিখেছেন, যা থেকে বোঝা গেছে তার পছন্দের তারকা ছিলেন সুশান্ত। তবে সে কোন সুইসাইড নোট রেখে যায় নি, বলে জানিয়েছেন আন্দামানের ডিজিপি।
গেল রবিবার (১৪ জুন) দুপুরে মুম্বাইয়ের নিজ বাসায় আত্মহত্যা করেছেন বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুত। যেটি এখনো তার ভক্ত অনুরাগীদের জন্য অবিশ্বাস্য।