চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান চলছে

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার অভিযানে কোস্ট গার্ড দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৯টি লাশ উদ্ধার করেছে।

শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

Bkash July

তিনি বলেন: আজ ভোর আনুমানিক ৩টায় ঢাকা হতে বরগুনাগামী অভিযান-১০ নামক যাত্রীবাহী লঞ্চে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বরিশাল স্টেশন হতে উদ্ধারকারী দল ও ডুবুরী দল দুর্ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার অভিযানে কোস্ট গার্ড কর্তৃক দুর্ঘটনাস্থল হতে এখন পর্যন্ত ৯টি লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন: নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

Reneta June

উল্লেখ্য, যাত্রীবাহী লঞ্চ অভিযান-১০’এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট ৩৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৭০ জনের বেশি ব্যক্তিকে দগ্ধ অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Labaid
BSH
Bellow Post-Green View