সিয়ামের কোলে বসে মা পরীমনির সিনেমার ট্রেলার দেখলো রাজ্য
নিজের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর পোস্টার ও ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পুত্র রাজ্যকে নিয়ে এসেছিলেন পরীমনি। মঙ্গলবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি আসা মাত্রই পরীর কোল থেকে রাজ্যকে নিজের কোলে নেন সিয়াম। মিনিট তিনেক তার কোলে চুপচাপ বসে ছিল পাঁচ মাস বয়সী রাজ্য।