সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘদিনের প্রতীক্ষিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। আগামীকাল ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৫৪তম জন্ম বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজাদপুরে এসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। সব মিলিয়ে এবার শাহজাদপুরে এবারের রবীন্দ্রজয়ন্তীকে ঘিরে ঘিরে বিরাজ করছে সাজ সাজ রব।
শাহজাদপুর উপজেলার পুরো শহর জুড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ও নিদর্শন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য্য আকৃষ্ট করেছিল কবিগুরুকে। শাহজাদপুরের কাচারি বাড়ীতে বসে তিনি লিখেছিলেন অনেক ছোটগল্প, কবিতা ও উপন্যাস।
রবীন্দ্র গবেষক ও লেখক প্রফেসর নাসিম উদ্দিন মালিথা বলেন, শুধু শাহজাদপুর কিংবা উত্তরবঙ্গ নয় বরং এই উদ্যোগ সমগ্র বাংলাদেশের জন্য আনন্দ, গর্বের। শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক কাজ, রবীন্দ্র জন্মবার্ষিকী এবং প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলেন জানান স্থানীয় সাংসদ হাসিবুর রহমান স্বপন ও জেলা প্রশাসক বিল্লাস হোসেন

৮ মে বিশ্বকবির এই স্মৃতিক্ষেত্রে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভিত্তি প্রস্থর স্থাপন করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।