চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সিনেমা বাঁচাতে প্রণোদনা দেবে ক্যালিফোর্নিয়া

প্রায় এক বছর ধরে বন্ধ আছে হলিউডের সব কার্যক্রম। ক্ষতিগ্রস্ত ইন্ডাস্ট্রিকে রক্ষা করতে প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যালিফোর্নিয়ার সরকার।

ক্যালিফোর্নিয়া ফিল্ম কমিশন জানিয়েছে প্রণোদনা কর্মসূচির জন্য ২২টি ফিচার ফিল্ম নির্বাচন করা হয়েছে। তার মাঝে ১১টি ইন্ডি এবং ১১টি স্টুডিও মুভি।

Bkash July

এর মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা হলো নেটফ্লিক্সের ‘হিয়ার কামস দ্য ফ্লাড।’ সিমন কিনবার্গের লেখা গল্পে ছবিটি নির্মাণ করবেন জ্যাসন ব্যাটেম্যান। এছাড়াও তালিকায় আছে স্টিভেন সোডারবার্গের এইচবিও ম্যাক্স ফিল্ম ‘কিমি’ এবং ইউনিভার্সালের ‘স্কারফেস।’

এই প্রজেক্টে নিয়োগ পাবেন প্রায় ২৫৪৬ জন কর্মী, ৬৯৫ জন শিল্পী এবং ২৬১৩ জন্য ব্যাকগ্রাউন্ড শিল্পী। এছাড়াও পোস্ট প্রোডাকশনের কাজে নিয়োজিত থাকবেন ভিএফএক্স শিল্পী, সাউন্ড এডিটর, সাউন্ড মিস্কার, মিউজিশিয়ান এবং আরও অনেকে। ৭১৮ দিনে সম্পন্ন করা হবে ছবির কাজ।

Reneta June

এই ট্যাক্স ক্রেডিট প্রোগ্রামের মূল লক্ষ্য হলো প্রোডাকশনের কাজে লস অ্যাঞ্জেলসের ওপর নির্ভরশীলতা কমিয়ে ক্যালিফোর্নিয়ার জনগণদের কাজের সুযোগ করে দেয়া এবং দক্ষতা বাড়ানো।

Labaid
BSH
Bellow Post-Green View