চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সাড়ে পাঁচশ বছর পুরনো মোঘল আমলের ইসলামি স্থাপত্য

বিয়ানীবাজার থানার প্রথম এই মসজিদটির বয়স প্রায় সাড়ে পাঁচশ বছর। সিলেটের বিয়ানীবাজার উপজেলার এক নম্বর আলীনগর ইউনিয়নে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি ১৬৬২ খ্রিস্টাব্দে তৎকালীন ভারতীয় উপমহাদেশের দিল্লীর সম্রাট মহিউদ্দিন আলমগীর আওরঙ্গজেব-এর উদ্যোগে প্রতিষ্ঠিত। মোঘল নির্মাল শৈলীর অনুকরণে দিল্লীর প্রকৌশলী দিয়ে ছোট ছোট বেলে পাথরের অনন্য নির্মাণ শৈলীর মাধ্যমে তৈরি হয় এই মসজিদ। কথিত আছে দিল্লীর সম্রাট আওরঙ্গজেব শুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য একজন গুরুর সন্ধান করলে রাজসভার কোন সদস্য তাকে তৎকালীণ কোরআনের হাফেজ মাওলানা ইউনুসের সন্ধান দেন। আজকের সিলেটের বিয়ানীবাজার বা তৎকালীন শ্রীহট্টে বসবাসকারী মাওলানা ইউনুস দিল্লি গিয়ে আওরঙ্গজেবকে কোরআন শিক্ষা দেন। তখন আওরঙ্গজেব হাফেজ মাওলানা ইউনুসকে গুরুদক্ষিণা হিসেবে এই মসজিদটি নির্মাণ করে দেন। পরে মাওলানা ইউনুস দিল্লীতে আওরঙ্গজেবের রাজসভায় ইসলামি আইন উপদেষ্টা পরিষদের সদস্য হন। পরবর্তীতে হাফিজ মুহাম্মদ ইউনুস (রহ:)-কে ঢাকা উত্তর পরগনার জায়গিরদার নিযুক্ত করেন। সেই থেকে এখনো প্রায় সাড়ে পাঁচশ বছরের পুরনো মসজিদটি মোঘল সাম্রাজ্যের ঐতিহাসিক স্থাপত্য এবং নির্মাণশৈলীর নির্দশন হিসেবে টিকে আছে। যদিও নব্বই দশকে মসজিদটির কাঠামো ও নির্মাণশৈলী ঠিক রেখে কিছুটা সংস্কারের কাজ করা হয়। মসজিদের পাশেই রয়েছে হাফিজ মুহাম্মদ ইউনুস (রহ:) এর সমাধিটি।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View