দাবাং খানের রায়ের স্থগিতাদেশের পর থেকেই উচ্ছ্বসিত বলিউড তারকারাসহ ইন্ডাস্ট্রির সবাই। গাড়ি চাপা দিয়ে পথচারী হত্যা মামলায় বলিউড সুপারস্টার সালমান খানের ৫ বছরের সাজা স্থগিত করে জামিন দিয়েছেন মুম্বাই হাইকোর্ট।
সালমানের আপিল আবেদনের শুনানি শেষে ওই রায় আদেশ হয়। এর পরপরই বলিউডের তারকারা সালমানকে নিয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন। টুইটারে তারা টুইট করেন তাদের প্রিয় মানুষটির জন্য।
সালমানের খবর পাওয়ার পর জনপ্রিয় অভিনেতা ও রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর টুইট করে বলেছেন, ‘ওয়েলকাম সালমান। তোমার ফিরে আসা আমাদেরকে আনন্দিত করেছে।’
সালমানের সুপারহিট সিনেমা ‘জয় হো’ নায়িকা ডেইজি সাহা টুইট করে বলেন, ‘ঈশ্বর সবসময় ন্যায়ের পক্ষে থাকে। তার আরও একবার প্রমাণ পেলাম সালমান খানের রায় হবার পর। খুবি খুশি এবং তার জন্য গর্ববোধ করছি’।

সালমানের খুব ঘনিষ্ঠ বন্ধু কমেডি ও অ্যাকশন হিরো অজয় দেবগানও বন্ধুর রায়ে খুশি হয়েছেন। অভিনেত্রী আমিশা প্যাটেল টুইট করে বলেছেন, ‘রায়ের খবর শুনে আমি খুব বেশি খুশি হয়েছি’।
র্যাপার হানি সিং তার টুইটারে টুইট করে বলেছেন, ভক্তদের ভালোবাসায় এবং প্রার্থনায় সালমান ভাই আমাদের মাঝে ফিরে এসেছেন। এই রায়ে আমি খুব খুশি হয়েছি।
সালমানের জামিন হওয়ার পর বলিউড বোদ্ধারা বলছেন, বলিউড ইন্ডাস্ট্রি প্রায় ২০০ কোটি রূপির লোকসান থেকে রক্ষা পেলো।
এর আগে ঘটনার প্রায় এক যুগ পরে সালমানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বুধবার তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর সময় মুম্বাইয়ের ফুটপাতে ঘুমিয়ে থাকা পাঁচ লোককে চাপা দেন সালমান। সেখানে তাৎক্ষণিকভাবে একজনের মৃত্যু হয় এবং আহত হন চারজন। দীর্ঘ দিন এ মামলা ঝুলেছিলো আদালতে।
সালমানের এই খারাপ সময়ে সান্তনা দিতে ভুল করেনিন বলিউড বাদশা শাহরুখ খানও। এছাড়া আদালতে সালমান দোষী সাব্যস্ত হওয়ায় বলিউডের অনেক তারকাই টুইটারে সালমানের প্রতি সমবেদনা জানিয়েছিলেন।