চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সালমানকে নিয়ে পোস্ট করে মুছে দিলেন প্রাক্তন প্রেমিকা!

নব্বইয়ের দশকে সালমান খান ও সোমি আলির প্রেম ছিল বলিউডের শিরোনামে। তবে সেই সম্পর্ক টেকেনি। নানা সময়ে সালমানকে নিয়ে নানা মন্তব্য করেছেন সোমি। এবার সামাজিক মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করে পরে মুছে ফেলেছেন অভিনেত্রী। কী লিখেছিলেন সোমি?

সালমানকে সতর্ক করে সোমি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বলিউডের হার্ভে ওয়েনস্টেইন, তোমার মুখোশ একদিন খুলে যাবে। যে নারীদের সঙ্গে তুমি খারাপ আচরণ করেছি, তারা একদিন সব সত্য ফাঁস করে দেবে। ঐশ্বরিয়ার মতো।’

Bkash July

পোস্টটি দেয়ার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বুঝতে অসুবিধা হয়নি যে কথাগুলো সালমান প্রসঙ্গেই লেখা হয়েছে। তবে পোস্ট ভাইরাল হয়ে যাওয়ার পর সোমি মুছে ফেলেছেন সেটি।

হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে মিটু-র অভিযোগ এনেছিলেন চলচ্চিত্র দুনিয়ার সঙ্গে যুক্ত একাধিক নারী। আদালতের রায়ে তাকে কারাগারে শাস্তি ভোগ করতে হচ্ছে।

ISCREEN
BSH
Bellow Post-Green View