Site icon চ্যানেল আই অনলাইন

সাদ হত্যা: মৃত্যুদণ্ডের পরিবর্তে ৩ আসামির যাবজ্জীবন

Advertisements

রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাদিমুজ্জামান সাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ৩ আসামির মৃত্যুদণ্ডের সাজার পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে  যাবজ্জীবন দণ্ড পাওয়া একজনের দণ্ড বহাল রেখেছেন আদালত।

বিচারপতি মো.রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আব্দুল মবীনের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.মনিরুজ্জামান রুবেল। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফজলুল হক খান ফরিদ। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এই মামলার বিবরণে থেকে জানা যায়, ২০১২ সালের ১৭ জানুয়ারি সাদকে বাড়ি থেকে পিকনিকের কথা বলে অপহরণ করা হয়। ২৪ জানুয়ারি সন্দেহজনকভাবে ৩ বন্ধু শাওন, অনীক এবং বিপুকে আটকের পর তাদের দেওয়া তথ্য মতে ২৫ জানুয়ারি বিকেলে মহানগরের শিরোইল মঠপুকুর এলাকার মাহমুদা বেগমের বাড়ির সেপটিক ট্যাংক থেকে সাদের অর্ধ গলিত লাশ উদ্ধার হয়।

এ ঘটনায় করা মামলায় রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত একই বছরের ০৮ নভেম্বর তিন বন্ধু আল-আওয়াল কোয়েল (২০), সুইট রেজা (২১) ও  মাসুদ আলী শাওন (১৯) কে মৃত্যুদণ্ডাদেশ দেন। এছাড়া অপরবন্ধু কায়সার আহমেদ অনীককে (২০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড  দেন।

এরপর নিয়ম অনুসারে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে এবং আসামিদের আপিল ও জেলা আপিল করে। এসব বিষয়ে শুনানি শেষে মঙ্গলবার রায় দেন হাইকোর্ট।

Exit mobile version