Site icon চ্যানেল আই অনলাইন

সাদায় শুভ্র সাকিব-শিশির

Advertisements

ঠিক ১১ মাস পর বুধবার সাদা পোশাকে খেলতে নামছেন সাকিব আল হাসান। টেস্টে দ্বিতীয় মেয়াদে অধিনায়কত্ব পাওয়ার পর অ্যান্টিগা থেকে শুরু করবেন নতুন মিশন। ক্যারিবীয়দের সঙ্গে মাঠে নামার আগে সোমবার স্ত্রী-সন্তানকে নিয়ে সমুদ্র অবগাহনে গিয়েছিলেন টাইগার অধিনায়ক।

স্ত্রী-সন্তানকে নিয়ে স্টিমারে চড়ে সাকিব দেখেছেন ক্যারাকাসের নীলাভ জলরাশি। এসময় পরিবারের সবাই পরেন সাদা পোশাক। টেস্টে নামার অপেক্ষার সঙ্গে কোনো কাকতাল থাকলেও থাকতে পারে!

সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ফেসবুকে পোষ্ট করেছেন তিনটি ছবি। তাতে দেখা যাচ্ছে সাদা শার্টের সঙ্গে সাদা শটস পরেছেন সাকিব। শিশির সাদা টি-শার্ট ও কালো জিন্সের সঙ্গে পরেছেন সাদা জুতো। মায়ের মতোই একমাত্র সন্তান আলাইনা হাসান অউব্রির গায়েও সাদা টি-শার্ট।

সাদা পোশাকে সাকিব সবশেষ টেস্ট খেলতে নামেন গত বছরের ৪ সেপ্টেম্বর, অস্ট্রেলিয়ার বিপক্ষে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এ অলরাউন্ডার টেস্ট খেলতে পারেননি ইনজুরির কারণে। আর গত বছর সাউথ আফ্রিকা সফরের টেস্ট দল থেকে নিজের নাম সরিয়ে নেন বিশ্রামের তাগিদ অনুভব করায়।

ক্যারিবীয় অঞ্চলে ২০১৪ সালে সবশেষ সফর করেছিল বাংলাদেশ দল। সেবার পারফরমেন্স ভালো হয়নি গোটা দলেরই। পেছনের হতাশা মুছে ফেলার চ্যালেঞ্জ টাইগারদের সামনে। আর অধিনায়ক হিসেবে নতুন শুরুর চ্যালেঞ্জ সাকিবের।

ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে অবশ্য উইন্ডিজ বাহিনীর সঙ্গে সুখস্মৃতি আছে সাকিবের। ২০০৯ সালে টেস্ট অধিনায়ক মাশরাফী ইনজুরিতে পড়লে দায়িত্ব কাঁধে চাপে টাইগার অলাউন্ডারের।

সেবার ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয়সারির দলের বিপক্ষে টেস্ট সিরিজ জেতে (২-০) বাংলাদেশ। ব্যাট-বলের পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিবও। বাংলাদেশ এবারও তাকিয়ে থাকবে তার সেরাটার দিকেই।

Exit mobile version