গত এক সপ্তাহ সাতক্ষীরায় ব্যাপক মৃদু শৈত্য প্রবাহ চলমান রয়েছে। সারাদিন সূর্যের দেখা নেই। এতে বিপাকে কর্মজীবী, ছিন্নমুল ও দরিদ্র মানুষ। ব্যাহত হচ্ছে স্কুল কলেজ শিক্ষার্থীদের পড়াশোনা। হাসপাতাল গুলোতে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক মানুষের চাপ বাড়ছে।
শনিবার সাতক্ষীরায় তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার (৮ জানুয়ারি) ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে।
শীত বৃদ্ধির কারণে বিশেষত ভ্যান ও রিক্সা চালকরা যাত্রী না পাওয়ায় চরম বিপাকে আছে। কৃষকের কৃষি কাজ বাধাগ্রস্ত হচ্ছে। রাত ও দিনে শীতের তীব্রতা ভিন্ন থাকায় বেশি বিপাকে ছিন্নমুল মানুষ।
এই মাসে আরো ২/৩ টি শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জেলা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

অন্যান্য বছরের তুলনায় এবার শীতের তীব্রতা অনেক বেশি। ফলে দরিদ্র শ্রেণির মানুষ কষ্টে আছে। তারা শীত বস্ত্রের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।