চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সাজু খাদেমের বিশেষ রেসিপি ‘চিকেন টি’!

ইউটিউব কিংবা ফেসবুকে এখন হাজারও কন্টেন্ট। নিত্য নতুন বিষয় নিয়ে কন্টেন্ট বানিয়ে রাতারাতি জনপ্রিয় হতেও দেখা গেছে অনেককে। জনপ্রিয়তা পাওয়ার মোহে সে পথে অনেক তরুণ এক পায়ে খাড়া!

তেমনি এক তরুণ আতিকুর রহমান আতিক। বিচিত্র কাণ্ডকারখানা করে যারা ভিউ পেতে আগ্রহী, তাদেরই দলে তিনিও। তিনি দর্শকদের জন্য এক বিশেষ রেসিপি দেন। যার নাম ‘চিকেন টি’!

Bkash July

মুরগি ভেজে তাতে চায়ের জল ঢেলে এই বিশেষ ‘চিকেন টি’ তৈরী করে তিনি তার ভিউয়ার্সদের উদ্দেশে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে তুলে ধরেন। তার এমন অদ্ভুত রেসিপি এরআগে কেউ দেখেনি।

এদিকে আতিকুর রহমানের এমন অদ্ভুত কাণ্ডে নিকটজনরাও বিব্রত। এমনকি নিজের প্রেমিকাও তাকে হুমকি দেয়, এগুলো না ছাড়লে বিয়ে নয়। কিন্তু পাল্টা হুমকিতে আতিকুর জানায়, সে এগুলো ‘কেয়ার করে না’!

Reneta June

এমনই মজার গল্পে নির্মিত হয়েছে চ্যানেল আইয়ের বিশেষ টেলিছবি ‘চিকেন টি’। যা বুধবার (১২ জানুয়ারি) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দর্শক দেখতে পারবেন।

এনডি আকাশের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন মজিবুল হক খোকন। টেলিছবিতে আতিকুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সাজ খাদেম, এবং তার প্রেমিকার চরিত্রে আছেন নাদিয়া আহমেদ।

Labaid
BSH
Bellow Post-Green View