চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সাইবার হামলা: লেনদেনে সতর্কতা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক

রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত এটিএম লেনদেন বন্ধ থাকছে না

অনলাইনে কেনাকাটা কিংবা এটিএম বুথ ব্যবহারের ক্ষেত্রে সাইবার হামলার আশঙ্কা জানিয়ে যে সতর্কতা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক, তা তুলে নেওয়া হয়েছে।

জানা গেছে, বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো সাইবার হামলায় আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই- এমন তথ্য জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে।

Bkash July

ওই চিঠির প্রেক্ষিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এটিএম বুথ খোলা রাখার ব্যাপারে স্বাভাবিক সময়ের মতো সুবিধা দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

এই নির্দেশনার আলোকে এটিএম বুথে আগের মত আর্থিক সেবা স্বাভাবিক করেছে বাণিজ্যিক ব্যাংকগুলো।

Reneta June

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ বিগল বয়েজ দ্বারা বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানে আক্রান্ত হওয়ার ঝুঁকিমুক্ত। এমনকি ফাস্ট ক্যাশ ২.০ নামের ম্যালওয়ারও নিষ্ক্রিয় করা গেছে।

সাইবার হামলার আশঙ্কায় গত ২৭ আগস্ট বাণিজ্যিক ব্যাংকগুলোকে সতর্ক থাকার নিদের্শনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরইপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত এটিএম লেনদেন বন্ধ রেখেছে বেশ কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এতে বিপাকে পড়েন লাখ লাখ গ্রাহক।

বাংলাদেশে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি হ্যাকিংয়ের ঘটনা ঘটেছিল বাংলাদেশ ব্যাংকে। সারাবিশ্বে আলোচিত ওই হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়।

Labaid
BSH
Bellow Post-Green View