চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সাইফের দুর্দান্ত সেঞ্চুরিতে সহজেই জিতল ইমার্জিংরা

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সাইফ হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে (১২০) আয়ারল্যান্ড উলভসকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। পাঁচ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিকরা। শেষ দুটি ম্যাচ মিরপুরে।

আয়ারল্যান্ড ‘এ’ দলের দেয়া ২৬১ রানের লক্ষ্য টপকাতে বাংলাদেশকে হারাতে হয় ৪ উইকেট। রয়ে যায় ২৭ বল। আগের ম্যাচে জয়ের নায়ক শামীম পাটোয়ারি ৪৪ ও তৌহিদ হৃদয় ৪৩ রানে অপরাজিত থাকেন। পঞ্চম উইকেটে দুই তরুণের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৬৯ রান।

Bkash July

অধিনায়ক সাইফের দুর্দান্ত ইনিংস সহজ করে দেয় জয়ের পথ। ১২৫ বলে ১২০ রানের লড়াকু ইনিংস খেলেন ডানহাতি ওপেনার। যখন আউট হন দলের রান দুইশ ছুঁইছুঁই।

হৃদয় ও শামীম বাকি কাজটা সারেন দারুণভাবে। ৪৫.৩ ওভারেই চলে আসে সিরিজে টানা দ্বিতীয় জয়।

Reneta June

সাইফের ইনিংসে ছিল ১১টি চার ও ৫টি ছয়ের মার। বাংলাদেশ ইনিংসের সূচনা করতে নেমে তিনি উইকেটে থাকেন ৩৯ ওভার পর্যন্ত।

সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল আইরিশ ক্রিকেটার রুহান প্রিটোরিয়াসের কোভিড শনাক্ত হওয়ায়। ম্যাচ চলাকালীন পাওয়া করোনা রিপোর্ট পজিটিভ আসে তার।

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচ গড়ানো নিয়েও বেধেছিল বিপত্তি। সফরকারী দলের সঙ্গে সংযুক্ত একজন স্থানীয় সাপোর্ট স্টাফের কোভিড পজিটিভ-নেগেটিভ ধাঁধায় ম্যাচ শুরুর সময় দুই ঘণ্টা পিছিয়ে যায়।

শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ওয়ানডে। সাইফ-শামীমরা জয়ের ধারা ধরে রাখতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে ইমার্জিং টাইগারদের।

Labaid
BSH
Bellow Post-Green View