চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর জামিন স্থগিত

KSRM

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত।

রাষ্ট্র পক্ষের আবেদনে বুধবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম মাহমুদুল আলম বাবুর জামিন ২০ নভেম্বর পর্যন্ত স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন।

Bkash

আদালতে রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তার সাথে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

গত সোমবার বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মাহমুদুল আলম বাবুকে ৬ মাসের জামিন দেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারা শাহজাহান। পরবর্তীতে সে জামিন আদেশ স্থগিত চেতে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

Reneta June

এর আগে গত ২৭ আগস্ট জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৬ আসামির জামিন নামঞ্জুর করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুলতান মাহমুদ।

গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করা হয়। এরপর ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাংবাদিক নাদিম। এ ঘটনায় গত ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জন ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা করে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View