সস্ত্রীক করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার দিবাগত রাতে প্রধান বিচারপতিকে বিএসএমএমইউ- এ ভর্তি করা হয় বলে হাসপাতালের একাধিক সূত্র চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে।

এর আগের দিন মঙ্গলবার একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফিরোজ। তবে প্রধান বিচারপতি ও তার স্ত্রী সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিজ্ঞাপন
বিএসএমএমইউ- এর উপাচার্য অধ্যাপক ডা শরফুদ্দিন আহমেদ জানান, প্রধান বিচারপতি এবং তার স্ত্রী সুস্থ আছেন। তাদের শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে।
তিনি আরও জানান, প্রধান বিচারপতি এবং তার স্ত্রীর চিকিৎসায় মেডিকেল বোর্ড আলোচনায় বসবে।
প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আজ জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগের বিচার কাজ চলে।