করোনা মহামারীর কারণে ১৮ মাস পিছিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে ২০০ মিলিয়ন ডলার বাজেটের জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজি ‘নো টাইম টু ডাই।’ তবে অপেক্ষা বিফলে যায়নি, এমনটাই মনে করছেন সমালোচকরা।
মঙ্গলবার ছিল ছবির প্রিমিয়ার শো। প্রিমিয়ার শো-এর পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে ছবির রিভিউ। রিভিউগুলোতে ড্যানিয়েল ক্রেগের প্রশংসায় ভাসছেন সমালোচকরা।
চলচ্চিত্র সমালোচক স্কট ম্যান্টজ টুইটারে লিখেছেন, ‘এটাই ড্যানিয়েল ক্রেগ! শক্তিশালী, অপ্রত্যাশিত পারফরম্যান্স। অপেক্ষার ফল পেলাম।’
ছবিটিকে পাঁচ তারকা রেটিং দিয়ে ব্রিটেনের দ্য টাইমস পত্রিকার চলচ্চিত্র সমালোচক লিখেছেন, ‘ভালোর চাইতেও বেশি ভালো। ম্যাগনিফিশেন্ট।’

দ্য গার্ডিয়ানের পিটার ব্র্যাডশ লিখেছেন, ‘ব্রিটিশ ইন্টেলিজেন্স চরিত্রে ক্রেগের শেষ ছবি ঝড় তোলার মতো। অ্যাকশন, ড্রামা, কমেডি, হার্টব্রেক, হররে ভরপুর।’
হলিউড রিপোর্টারের ডেভিড রুনি লিখেছেন, ‘ক্রেইগের স্মরণীয় প্রস্থানে ডুবে আছি। এটি জটিল যে নিজেকে গল্পের সাথে মিশিয়ে ফেলবেন।’
২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে ব্রিটিশ সিক্রেট এজেন্ট ‘জেমস বন্ড’ হিসেবে যাত্রা শুরু করেন ড্যানিয়েল ক্রেগ। এই ‘নো টাইম টু ডাই’ দিয়ে ১৫ বছরের যাত্রার ইতি টানলেন ক্রেগ।
সিনেমা সংশ্লিষ্টদের মনে করছেন,‘নো টাইম টু ডাই’ এই ফ্র্যাঞ্চাইজির আগের সব সিনেমার আয়ের রেকর্ড ছাড়িয়ে যাবে। ইন্ডিয়ান এক্সপ্রেস