সমকামীতাকে অপরাধ বিবেচনা করা হয় এবারের বিশ্বকাপের আয়োজক কাতারে। টুর্নামেন্টের ম্যাচগুলোতে সমকামীদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা না দিলেও দেশটি নিরাপত্তার স্বার্থের কথা বলে মাঠে তাদের প্রতীকী পতাকা রংধনুকে উড়তে দেবে না। জানিয়েছেন আসরের নিরাপত্তার দায়িত্বে থাকা মেজর জেনারেল আব্দুল আজিজ আবদুল্লাহ আল আনসারি।
সমকামীদের অধিকার প্রচারের জন্য বিশ্বব্যাপী রংধনু আদলের পতাকা উড়িয়ে নিজেদের অবস্থান জানান দেয় সম্প্রদায়টি। ফুটবলের বিশ্বমঞ্চে কাতার তাদের স্বাগতম জানাবে, আগেই নিশ্চিত করেছিল ফিফা ও আয়োজক দেশটি। কিন্তু মধ্যপ্রাচ্য রক্ষণশীল হওয়ায় রংধনু পতাকা প্রকাশ্যে প্রচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশটি।
‘যদি সমকামীরা তাদের স্বাধীনতার প্রতীক রংধনু পতাকা তুলে ধরে, তার থেকে সেটি নিয়ে নেয়া হবে। সত্যিই এটি তাকে অপমান করতে নয়, বরং তাকে রক্ষা করতে এ ব্যবস্থা। কারণ আমি না হলেও, তার আশেপাশে অন্য কেউ তাদের আক্রমণ করতে পারে। সব মানুষের আচরণের নিশ্চয়তা দিতে পারি না। তাদের বলব, দয়া করে মাঠে পতাকা তোলার দরকার নেই।’
‘আপনারা সমকামীদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে চাইলে এমন সমাজে করুন, যেখানে এটি গ্রহণ করা হয়। আমরা জানি তাদের অনেকেই টিকেট পেয়েছে, এখানে খেলা দেখতে এসেছে, প্রদর্শন করতে নয়। খেলা দেখুন। এটা ভালো। দয়া করে পুরো সমাজকে অপমান করবেন না।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সমকামীদের সম্পর্কে বলেছেন, ‘বিশ্ব দেখবে কাতার সবাইকে স্বাগত জানিয়েছে।’
তবে সমকামীদের সম্পর্কে নিজেদের অবস্থান খোলাসা করেছেন আল আনসারি, ‘সমর্থকদের কাতার থেকে দূরে থাকতে বলছি না বা তাদের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারেও সতর্ক করছি না। একসাথে কক্ষ ভাড়া করুন, একসাথে ঘুমান। এটি নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’