চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সব মহাসড়ক ৪ লেন হবে: সড়ক পরিবহনমন্ত্রী

দেশের সব মহাসড়ক পর্যায়ক্রমে চার লেনে উন্নীত করার পাশাপাশি অপ্রশস্ত মহাসড়কও সম্প্রসারণ করা হবে বলে সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য শফিকুল ইসলাম শিমুলের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের মহাসড়ক নেটওয়ার্ক উন্নয়নে বহুমাত্রিক পরিকল্পনা গ্রহণ করেছে। পর্যায়ক্রমে দেশের সকল মহাসড়ক দুই থেকে চার লেন, চার থেকে ছয় লেন এবং ছয় থেকে আট লেনে উন্নীতকরণসহ অপ্রশস্ত মহাসড়কাংশ সম্প্রসারণ করা হবে।

সরকারি দলের আরেক সদস্য লিয়াকত হোসেন খোকার এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলে, চার লেন বিশিষ্ট কাঁচপুর ব্রীজ থেকে মেঘনা ব্রীজ পর্যন্ত মহাসড়কের পাশে ধীরগতির যানবাহনের জন্য বাই-লেন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে এ কাজের জন্য জরিপ চলছে।