চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সবার ঘরে খাবার পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে সবার ঘরে খাবার পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

শুক্রবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিশ্ব খাদ্য দিবস-২০২০ উপলক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Bkash July

কোভিড-১৯ এর কারণে বিশ্ব অর্থনীতি যেমন ক্ষতির মুখোমুখি তেমনি কোভিড পরবর্তী সময়ে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিয়েও সজাগ থাকতে হবে বিশ্বকে। এমন সঙ্কটেও বাংলাদেশ গেল কয়েক বছরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, নিজের চাহিদা মিটিয়ে রপ্তানিও করছে। এমন প্রেক্ষাপটে ‘সবাইকে নিয়ে একসাথে বিকশিত হোন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন, আমাদের কর্মই আমাদের ভবিষ্যত’ এ প্রতিপাদ্যে এবারের বিশ্ব খাদ্য দিবস পালন হচ্ছে।

সেমিনারে প্রধানমন্ত্রী বলেন: কৃষি উন্নয়নে গবেষণার বিকল্প নেই। খাদ্য নিরাপত্তার সাথে সাথে আমরা পুষ্টি নিরাপত্তাতেও নজর দিয়েছি।

Reneta June

কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন: করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিতেই আমরা খাদ্য উৎপাদনের দিকে নজর দিয়েছি। কারণ আমাদের ধারণা ছিলো খাদ্য সংকট দেখা দিতে পারে। আমরা সেসব কথা মাথায় রেখেই কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কৃষকদের প্রণোদনা দিয়েছি।

নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশ্ব খাদ্য কর্মসূচি- ডাব্লিউএফপিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ISCREEN
BSH
Bellow Post-Green View