বিজ্ঞাপন
ঢাকায় প্রথম পর্বে তিন ম্যাচে দুই জয়ে সর্বোচ্চ চার পয়েন্ট নিয়ে বন্দরনগরীতে গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স।
মেহেদী হাসান মিরাজের দল সোমবার রাতে ঢাকা পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলে মুশফিকুর রহিমের খুলনার বিপক্ষেই। ২৫ রানের জয়ে শেষ করে শুরুর অভিযান।
মঙ্গলবার বিকেলে বিমানযোগে দলটি পৌঁছায় বন্দরনগরীতে। যেখানে চ্যালেঞ্জার্সের চট্টগ্রাম পর্বের শুরুটাও হচ্ছে খুলনার বিপক্ষে ম্যাচ দিয়েই।
চট্টগ্রাম পর্বে চার দিনে বিপিএলের ম্যাচ হবে আটটি। হোম ভেন্যুতে প্রতিদিনই রয়েছে সাব্বির-মিরাজদের ম্যাচ।
ঢাকায় প্রথম পর্ব শেষ হচ্ছে মঙ্গলবার। দুই দিনের বিরতির পর বিপিএলের লড়াই শুরু হবে বন্দরনগরীতে। সেখানে ১ ফেব্রুয়ারি পর্যন্ত হবে ম্যাচ। ৩ ফেব্রুয়ারি ঢাকা ফিরবে বিপিএল। সিলেটে আরেকটি পর্ব শেষে চূড়ান্ত পর্বও হবে ঢাকায়।
বিজ্ঞাপন