সবচেয়ে সাহসী দলটা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে জয় পাবে। দ্বাদশ আসরের প্রথম সেমির আগেরদিন সংবাদ সম্মেলনে এমন কথাই বলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচে জয় পাওয়া দল ফাইনালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমির জয়ী দলের মুখোমুখি হবে।
মহারণে নামার আগে কোহলি বললেন, ‘এটি টেস্ট ক্রিকেটের সবচেয়ে কঠিন মুহূর্তের মতো। আপনাকে একেবারে যথাযথ পারফরম্যান্স উপহার দিতে হবে। যে দল সবচেয়ে বেশি সাহসী হবে, তারা ভালো করবে। আমি মনে করি তাদেরই জেতার বেশি সুযোগ থাকবে।’
ইংল্যান্ড বিশ্বকাপের শুরুতে দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ড মাঝদিকে পথ হারিয়ে ফেলে। সবশেষ তিন ম্যাচে হেরে শ্রেয়তর রানরেটের সুবিধা নিয়ে পাকিস্তানকে পেছনে ফেলে সেমিতে জায়গা করে নেয় কিউইরা।
লিগপর্বে ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। এছাড়া অতীতে বিশ্বকাপে সাতবারের দেখায় চারবার জয় পেয়েছে নিউজিল্যান্ড, ভারত জিতেছে তিনটিতে। বিশ্বকাপে সর্বশেষ ২০০৩ সালে মুখোমুখি হয় এ দুইল। তাতে জয় পেয়েছিল ভারত।
বিজ্ঞাপন