অভিনেতা-অভিনেত্রীদের পর এবার রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়লেন বলিউডের বিখ্যাত গায়ক সনু নিগাম। নতুন রাজনৈতিক দল ‘আম আদমি পার্টি’র নেতা কুমার বিশ্বাস এর পক্ষ নিয়ে একটি ভিডিও শেয়ার করায় ‘জি মিউজিক’ এর সব চুক্তি থেকে বাদ পড়েছেননসনু।

ভিডিওটির মাধ্যমে সনু অভিযোগ করেন,২২ এপ্রিল রাজস্থানে আম আদমি পার্টির শোভাযাত্রায় গজেন্দ্র সিং এর আত্মহত্যার প্রসঙ্গে ড. কুমার বিশ্বাস প্রশ্ন তুললে ‘জি নিউজ’ এর সঙ্গে একটি ভয়েস যোগ করে বলেছে ‘লাটাক গায়া’।
সনু এই অভিযোগ তুলে ভিডিওটি শেয়ার করায় ‘জি’ এর সব কোম্পানি থেকে সনু নিগামকে নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে ২০১৩ সালের ডিসেম্বর সনু নিগামসহ সুনীধি চৌহান, শ্রেয়া ঘোষাল বিভিন্ন মিউজিক কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
তারা অভিযোগ করেন, কোম্পানিগুলো তাদের গানের যথাযথ প্রাপ্য দেয় না।