জাতীয় সংসদ নির্বাচনকালীন আইন ও নির্বাচনে বিচার বিভাগের কী ভূমিকা থাকে, তা নিয়ে অ্যাটর্নি জেনারেলের এ এম আমিন উদ্দিনের সাথে বৈঠক করেছেন সফররত কমনওয়েলথ প্রতিনিধি দল।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মঙ্গলবার সকাল ১১ টা থেকে ৪০ মিনিটের এই বৈঠকে কমনওয়েলথের চার জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সাথে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।
বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনকালীন আইন ও নির্বাচনে বিচার বিভাগের ভূমিকা নিয়ে তারা জানতে চেয়েছিলেন আমরা সে সব বিষয় তাদের অবহিত করেছি।’
সফররত কমনওয়েলথের প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন দলের সদস্যরা বর্তমানে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করছেন। সফররত প্রতিনিধি দলে রয়েছেন- লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের হেড অব ইলেক্টরাল সাপোর্ট সেকশন লিনফোর্ড এন্ড্রো, পলিটিক্যাল এডভাইজার লিনডে মাললেকা, এক্সিকিউটিভ অফিসার জিপি ওজাগো ও অ্যাসিসটেন্ট রিসার্চ অফিসার সার্থক রায়।
বিজ্ঞাপন