চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সংসদে দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ

দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচনের বিধান সংবলিত একটি অধ্যাদেশ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। রোববার বিকেলে অষ্টম অধিবেশনে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৫ সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

উত্থাপিত বিলে বলা হয়েছে, কোনো পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে।

Bkash July

গত ২ নভেম্বর রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করেন।অধ্যাদেশের নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, কোনো পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত যে কোনো বিষয় অধ্যাদেশটিতে থাকবে।

প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীসহ বিশিষ্টজনের মৃত্যুতে শোক জাতীয় সংসদে প্রস্তাব গৃহীত হয়েছে। অধিবেশনের প্রথম দিন মহসীন আলীর প্রতি সম্মান দেখিয়ে দিনের নির্ধারিত অন্য কার্যক্রমও স্থগিত রাখা হয়। তার রাজনৈতিক ও সামাজিক জীবন নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের সিনিয়র মন্ত্রীরা। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা মহসীন আলীর নিষ্ঠা এবং দেশপ্রেমের জন্য তিনি দেশবাসীর মনে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন সংসদ সদস্যরা।

Reneta June

এর আগে কার্য উপদেষ্টা কমিটির সভায় দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংসদ ভবনে কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মো: ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ.স.ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক সভায় অংশগ্রহণ করেন। সভায় প্রতিদিন বিকেল ৪টা ১৫ মিনিটে অধিবেশন শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন।


জাতীয় সংসদের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুল ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। এছাড়া দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের জন্য আজ পাঁচ সদস্যের সভাপতিমন্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মনোনয়ন প্রদান করেন।

সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন- অধ্যাপক আলী আশরাফ, আবু জাহির, তালুকদার মোঃ ইউনুস, ফখরল ইমাম ও সেলিনা বেগম। স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমন্ডলীর সদস্যগণ নামের অগ্রবর্তীতা অনুযায়ী সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।

ISCREEN
BSH
Bellow Post-Green View