Site icon চ্যানেল আই অনলাইন

সংলাপ নিয়ে সংশয়ে ফখরুল-মান্না, আশাবাদী রব

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ ফলপ্রসূ হবে কিনা সে বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মতো ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্নাও সংশয় প্রকাশ করেছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধির ফলে সরকারের সঙ্গে সংলাপ ফলপ্রসূ হবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সন্ধ্যায় ঐক্যফ্রন্টের বৈঠকের পর একই রকম সংশয় প্রকাশ করলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার দু’দিনে দুটি মামলার রায়ে সাজা হওয়া দুঃখজনক। এর ফলে সংলাপ ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। আমরা গণতন্ত্রের মুক্তি, নির্দলীয় সরকার, বেগম খালেদা জিয়ার মুক্তি সহ ঐক্যবদ্ধ আন্দোলন করছি৷ কাজেই বেগম খালেদা জিয়ার সাজা হওয়ায় সংলাপ ফলপ্রসূ হওয়া নিয়ে যেখানে বিএনপি মহাসচিব সংশয় প্রকাশ করেছেন, সেখানে আমি কিভাবে আশা ব্যক্ত করতে পারি? রায়ের প্রেক্ষিতে জনগণ সংলাপ নিয়ে সংশয় প্রকাশ করেছে।

মান্না বলেন, প্রধানমন্ত্রী সংলাপের আমন্ত্রণপত্রে সংবিধান সম্মত বিষয়ে সংলাপের কথা বলেছেন। এটি স্পষ্ট নয়। খোলা মন নিয়ে সংলাপে বসলে সংলাপ ফলপ্রসূ হওয়া নিয়ে আশাবাদী হতে পারি। কিন্তু তাদের মন যে খোলা আছে তা বুঝতে পারছি না।

ড. কামাল হোসেন সহ ১৬ সদস্যদের প্রতিনিধিদল নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।

১৬ সদস্যের দলনেতা হিসেবে থাকবেন ডঃ কামাল হোসেন, বিএনপি থেকে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডঃ খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান। নাগরিক ঐক্যর মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, গণ ফোরামের মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, জেএসডির আ স ম আব্দুর রব, আব্দুল মালেক রতন, তানিয়া রব, ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর, আ ব ম মোস্তফা আমিন, স্বতন্ত্র থেকে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত থাকবেন। 

মঙ্গলবার বিকেল ৪ টায় মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়ে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত৷

বৈঠক শেষে সংলাপের সফলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ঐক্যফ্রন্ট্রের মুখপাত্র জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর ।

Exit mobile version