চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সংরক্ষিত আসনে জায়গা পেতে আ. লীগের সর্বস্তরের নেত্রীদের তোড়জোড়

তরুণ সমাজকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অংশ নিতে সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে চান আওয়ামী লীগের নবীন ও প্রবীন সদস্যরা।

এরই মধ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় ১২শ’ নারী সদস্য সংসদ সদস্য হতে মনোনয়ন চেয়েছেন। বিভিন্ন শ্রেণী-পেশার এই নারী নেত্রীরা নিজের এলাকার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নেও অংশ নিতে চান।

প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে একাদশ জাতীয় সংসদে সব চেয়ে বেশি আসন পাওয়া আওয়ামী লীগ; সংরক্ষিত মহিলা আসন পাচ্ছে ৪৩টি। সংসদীয় এ আসনগুলোতে জায়গা পেতে এরই মধ্যে আবেদন পড়েছে হাজারের বেশি। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার তৃতীয় দিনও ছিলো মনোনয়নপত্র কেনার ভীড়।

মনোনয়নপত্র কেনার দৌড়ে আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেত্রী তো বটেই, আছেন প্রান্তিক নারীরাও।

বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রতিনিধিরা এসেছেন জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে প্রতিনিধিত্ব করতে। আওয়ামী রাজনীতিতে প্রবীণদের পাশাপাশি একাদশ জাতীয় সংসদের সরক্ষিত আসনে জায়গা পেতে তোড়জোড় শুরু করেছেন নবীন নেত্রীরাও।

মনোনয়ন কেনা তরুণ নেত্রীরা আশা করছেন, টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া শেখ হাসিনা এবার তরুণদের সুযোগ দেবেন।

বিস্তারিত পান্থ রহমানের ভিডিও রিপোর্টে: