চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সংকটাপন্ন গীতিকার কাওসার আহমেদ চৌধুরী

দেশের জননন্দিত গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে তার পরিবার। বর্তমানে তিনি ধানমন্ডির একটি ক্লিনিকের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার দুপুরে তার রক্তে হিমোগ্লোবিন মাত্রাতিরিক্ত কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে রক্তের (বি পজেটিভ) প্রয়োজন পড়ে।

Bkash July

অনেকদিন ধরেই তিনি কিডনি ও স্নাযুজনিত জটিলতায় ভুগছিলেন। এছাড়া দুইবার স্ট্রোক করেন তিনি।

গত বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ সেন্টারে ভর্তি করা হয়। পরে গত বৃহস্পতিবার পারিবারিক চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে তাকে ধানমন্ডি ক্লিনিকে স্থানান্তর করা হয়।

Reneta June

কাওসার আহমেদ চৌধুরীর রচিত অসংখ্য গান গেয়েছেন ফিডব্যাক, এলআরবি, মাইলস এর মতো শীর্ষ ব্যান্ডসহ সামিনা চৌধুরী, লাকি আখান্দ, কুমার বিশ্বজিৎ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো স্বনামধন্য শিল্পীরা।

তার রচিত অজস্র জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আমায় ডেকো না, যেখানে সীমান্ত তোমার, আজ এই বৃষ্টির কান্না দেখে, কবিতা পড়ার প্রহর এসেছে, এই রূপালি গিটার, এক ঝাঁক প্রজাপতি ছিলাম আমরা, মৌসুমী, এলোমেলো বাতাসে ইত্যাদি।

গুণী এ শিল্পীর আরোগ্য কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানানো হয়েছে তার পরিবারের পক্ষ থেকে।

Labaid
BSH
Bellow Post-Green View