চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন হাজিরা

KSRM

পবিত্র হজ পালন শেষে মিনায় অবস্থান করে দ্বিতীয় দিনের মতো শয়তানকে পাথর নিক্ষেপ করছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের হাজিরা। মঙ্গলবার শেষ দিন পাথর নিক্ষেপ করে মিনা ত্যাগ করবেন তারা।

বেশ স্বাচ্ছন্দ্যে হজ পালন শেষ হলেও, অনেক বছর পর এবার হজ যাত্রায় বাধা হয়েছিল প্রচণ্ড মরু ঝড় আর সেই সাথে বৃষ্টি। তবে মহান সৃষ্টিকর্তার পথে বলিয়ান হাজিদের দমাতে পারেনি কেনো কিছুই।মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ

Bkash July

স্থানীয় কয়েকটি মোয়াল্লেমের অব্যবস্থাপনা এবং পবিত্র কাবা শরিফ তাওয়াফ শেষে ফেরার পথে প্রচণ্ড ভিড়ের কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় হাজিদের।মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ

বাংলাদেশি হাজিরা মিনা থেকে নির্বিঘ্নে যেন মক্কায় ফিরে যেতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

Reneta June

বিজ্ঞাপন