Site icon চ্যানেল আই অনলাইন

শোকাবহ পরিস্থিতি তৈরি হয়নি, মাশরাফীর স্বস্তি

জুম্মার নামাজ পড়তে যেতে মিনিট দশেক দেরি হওয়ায় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিনটির জন্ম হয়নি। ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার সময়টাতে নিরাপদে সরে আসতে পেরেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। ভয়ঙ্কর এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। কোনো বিপদ ছাড়াই সতীর্থরা রক্ষা পাওয়ায় ফেসবুকে প্রকাশ করেছেন স্বস্তি।

মাশরাফী ফেসবুকে লিখেছেন, ‘নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় দু’জন বাংলাদেশীসহ বহু মানুষের নিহত হবার খবর পাচ্ছি! আমি এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।’

‘ঘটনাটি শোনার পর থেকে আমাদের ক্রিকেটারদের নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম।আল্লাহ’র অশেষ রহমতে আমাদের ক্রিকেটাররা বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন। তারা নিরাপদে আছেন।’

‘শুক্রবার জুমার নামাজ পড়তে আর একটু আগে মসজিদে গেলে শোকাবহ পরিস্থিতি তৈরি হতে পারতো! আল্লাহ সহায় হয়েছেন।
আশা করছি, আমাদের ক্রিকেটাররা দ্রুতই নিরাপদে দেশে ফিরে আসবেন।’

ক্রাইস্টচার্চে ভয়ঙ্কর এই হামলায় তিন বাংলাদেশিসহ এখন পর্যন্ত ৪৯ জনের নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শনিবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচটি বাতিল করা হয়েছে। এদিনই দেশে ফেরার বিমানে উঠবেন বাংলাদেশের ক্রিকেটাররা। শনিবার নিউজিল্যান্ড সময় দুপুর ১২টায় বাংলাদেশ দলের দেশে আসার ফ্লাইট। রাত ১০টা ৪০মিনিটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা ক্রিকেটারদের।

ভয়ংকর এই হামলায় স্তব্ধ পুরো ক্রিকেট বিশ্ব। টুইটে হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবার ও স্বজনদের প্রতি শোক-সমবেদনা জানাচ্ছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। বর্বরোচিত এ হামলার প্রতিবাদ করে ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইটারে লিখেছেন, ‘স্তব্ধ ও মর্মাহত। ক্রাইস্টচার্চে কাপুরুষোচিত এই হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি হৃদয় থেকে সহানুভূতি। বাংলাদেশ দলের জন্য শুভকামনা, নিরাপদে থাকুন। ’

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক দুঃখ প্রকাশ করে টুইটারে লিখেছেন, ‘ক্রাইস্টচার্চ থেকে ভয়ঙ্কর খবর পাচ্ছি। অতি মর্মান্তিক। এই দুঃখের সময়ে আক্রান্তদের প্রতি সহানুভূতি ও প্রার্থনা।’

Exit mobile version