Site icon চ্যানেল আই অনলাইন

শেরপুরে কামারুজ্জামানের দাফন সম্পন্ন

শেরপুরের গ্রামের বাড়িতে সোহাগপুরের ঘাতক যুদ্ধাপরাধী কামারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার ভোর সাড়ে ৪ টায় কামারুজ্জামানের লাশ শেরপুরের বাজিতখিলা ইউনিয়নের মুদিপাড়ায় পৌঁছালে কামারুজ্জমানের বড় ভাই কফিলউদ্দিন মরদেহ গ্রহণ করেন

ভোর ৪টা ৫০ মিনিটে কুমরি বাজিতখিলা এতিমখানা প্রাঙ্গনে জানাযা হয়। কামারুজ্জমানের আত্মীয় স্বজনরা জানাযায় অংশ নেন। জানাযার সময় সেখানে র‍্যাব ও পুলিশের কড়া পাহারা ছিল।

৫টা ২০ মিনিটে এতিমখানার পাশেই তার মরদেহ দাফন করা হয়।

শনিবার রাত সাড়ে ১০টায় মানবতা বিরোধী অপরাধে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সোহাগপুর গ্রামে গণহত্যার দায়ে আর্ন্তজাতিক ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেন।

Exit mobile version