চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শেখ হাসিনার নোবেল পুরস্কার কেন চাই না?

রোহিঙ্গা সমস্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক অবস্থানের প্রেক্ষিতে সবাই চান শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। শুধু দেশের মানুষই নয় দেশের বাইরেও অনেকে এই চাওয়ার কথা জানিয়েছেন।

কিন্তু কবি মাজহার সরকার চান শেখ হাসিনা যেন নোবেল পুরস্কার না পান।

Bkash July

সে বিষয়ে ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, শেখ হাসিনার নোবেল কেন চাই না? প্রথমত. রোহিঙ্গা ইস্যু ঝুলে যাবে। এই পুরস্কার একটা মিনমিনে বিবৃতি দেয়া ছাড়া আলাদা কোন রাজনৈতিক কর্তৃত্ব তৈরি করে না। রোহিঙ্গা ইস্যুতে আপোষে যেতে হতে পারে বাংলাদেশের। ইতোমধ্যে রোহিঙ্গা ইস্যু সমাধানে একজন রাষ্ট্রপ্রধান হয়ে তিনি যে ছয় দফা দিয়েছেন তার প্রত্যেকটি জোরালো।

এরপরে তিনি লিখেছেন, দ্বিতীয়ত. বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি চাইবো দেশের অভ্যন্তরীন রাজনীতিতে তিনি আরও মনোযোগী হোন। নোবেল পাওয়ার সম্ভাব্য তালিকায় থাকা শেখ হাসিনার চেয়ে দেশরত্ন শেখ হাসিনাকে বেশি দরকার বাংলাদেশের।

Reneta June

সবশেষে তিনি লিখেছেন, তৃতীয়ত. শেখ হাসিনার দরকার আশপাশে চাটুকারিতাহীন দীর্ঘদীন বেঁচে থাকা। গবেষণা কিংবা জ্ঞানকাণ্ডই যেখানে নাই, চাই না ব্যানার ফেস্টুন আর পোস্টার প্রেসে আরও ভিড় বাড়ুক।

ISCREEN
BSH
Bellow Post-Green View