চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শুভ জন্মদিন সৈয়দ শামসুল হক

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮০ তম জন্মদিন আজ। ১৯৩৫ সালের এই দিনে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

কবিতা, গল্প, উপন্যাস, নাটক, ছোটগল্প, গীতিকবিতা তথা সাহিত্যের সব শাখায় সাবলীল বিচরণ এই কথাশিল্পীর। সাহিত্যের সব শাখায় নান্দনিক উৎকর্ষতার সাক্ষর রাখার মধ্য দিয়ে সাহিত্যের জগতে নিজেকে ‘সব্যসাচী লেখক’ পরিচয়ে তুলে ধরতে সক্ষম হন সৈয়দ শামসুল হক।

Bkash July

মাত্র এগারো-বারো বছর বয়সে প্রথম দু’লাইনের কবিতা লেখেন প্রতিভাবান এই সাহিত্যিক। টাইফয়েডে ভুগে শয্যাশায়ী অবস্থায় জানালার পাশে গাছে বসা একজোড়া লাল পাখি দেখে লেখা সেই কবিতা দিয়েই তার লেখালেখি শুরু। এরপর এসএসসি পরীক্ষার পর মাত্র এক বছর সময়ে খাতা ভরে ফেলেন ২শ’টির মতো কবিতা লিখে।

সৈয়দ শামসুল হকের প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৫১ সালে ফজলে লোহানী সম্পাদিত ‘অগত্যা’ পত্রিকায়। সেখানে প্রকাশিত তার গল্পটির নাম ‘উদয়াস্ত’। এভাবেই ছোটবেলা থেকেই প্রতিভা আর সাহিত্যগুণের পরিচয় দিয়ে গেছেন সৈয়দ শামসুল হক।

Reneta June

মাত্র ২৯ বছর বয়সে তিনি লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার। সময়ের সাথে সাথে সমৃদ্ধ করে গেছেন বাংলা সাহিত্যের ভুবনকে।

জনপ্রিয় এই কথাসাহিত্যিকের জন্মদিন উপলক্ষে সৈয়দ শামসুল হক জন্মজয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনে আজ বিকেলে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে বর্ণিল অনুষ্ঠান।

Labaid
BSH
Bellow Post-Green View