
২ জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক ফিল্ম ফেস্টিভালের ৯ম আসরে। ৬ দিনব্যাপী সার্কভুক্ত দেশগুলোর এই চলচ্চিত্র উৎসবে শুক্রবার (৫ জুলাই) দুপুরে দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত চলতি বছরের প্রশংসিত ছবি ‘আলফা’।
গত ৭ মে থেকে ১২ মে পর্যন্ত শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিলো ৯ম সার্ক চলচ্চিত্র উৎসব। কিন্তু শ্রীলঙ্কায় ভয়ঙ্কর ট্র্যাজেডির কারণে চলচ্চিত্র উৎসবটি স্থগিত করা হয়। স্থগিত হওয়ার পর নতুন তারিখ অনুযায়ি ২ জুলাই থেকে শুরু হয়েছে চলচ্চিত্রের এই উৎসব।
শ্রীংলকার রাজধানী কলোম্বর ন্যাশনাল ফিল্ম কর্পোরেশনে প্রদর্শিত হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচিত চলচ্চিত্রগুলো। যেখানে সার্কভুক্ত আটটি দেশের মনোনীত চলচ্চিত্র দেখানোর পাশাপাশি এবার নির্বাচিত হয়েছে বাংলাদেশের তিন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
এরমধ্যে তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রউ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত। ছবিগুলো হলো: নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’, তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ এবং নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’।

এরমধ্যে ৩ জুলাই সকালে ‘ফাগুন হাওয়ায়’ এবং বিকালে ‘কমলা রকেট’ ছবিটি দেখানো হয়। ৫ জুলাই দুপুর ১২টায় দেখানো হবে ‘আলফা’। এছাড়াও নোমান রবিন পরিচালিত ‘কোয়াটার মাইল কান্ট্রি’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখানো হয় উৎসবের শুরুর দিন বিকাল ৫টায় এবং চৈতালী সমাদ্দার-সাইফুল আকবর খান পরিচালিত ‘সি ইউ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখানো হয় ৪ জুলাই সকাল ৯টায়।
এরআগে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অজ্ঞাতনামা’ প্রতিযোগিতা শাখায় ৭ম সার্ক চলচ্চিত্র উৎসবে ‘সেরা চিত্রনাট্য’র পুরস্কার অর্জন করে।
গেল ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ৩টি গির্জা ও ৩টি পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহত হয় ২৫৩ জন। ভয়ঙ্কর এই ট্র্যাজিডির কারণে শেষ সময়ে এসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ৯ম সার্ক ফিল্ম ফেস্টিভাল স্থগিত করা হয়েছে।